ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

পুলিশের হাতকড়া পরেই পালালো দুই মাদকসেবী যুবক

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২১:১৬, ২১ মে ২০২৫

পুলিশের হাতকড়া পরেই পালালো দুই মাদকসেবী যুবক

বরিশাল নগরীর ভাটিখানা এলাকার সাহাপাড়ায় মাদক সেবনের সময় আটক হওয়া পাঁচ যুবকের মধ্যে দুইজন হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া দুই যুবক হলেন মিরাজ (২২) ও রাসেল (২০)। তারা একজোড়া হাতকড়ার মাধ্যমে পরস্পরের সঙ্গে আটক ছিলেন।

বুধবার (২১ মে) সন্ধ্যায় ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান।

তিনি জানান, দুপুর ১২টার দিকে ইয়াবা সেবন ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে মিরাজ, রাসেল, নাসির উদ্দিন, ফিরোজ হাওলাদার ও আলআমিন খন্দকার রাজুকে আটক করে পুলিশ। তাদের সবাই ভাটিখানা এলাকার বাসিন্দা।

অভিযান শেষে পুলিশ যখন ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছিল, সেই সময় মিরাজ ও রাসেল কৌশলে পার্শ্ববর্তী ফাঁকা জায়গা দিয়ে পালিয়ে যায়। যদিও তাদের হাতে তখনও হাতকড়া লাগানো ছিল।

এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশ ও কাউনিয়া থানা পুলিশের যৌথ অভিযান চলছে। দ্রুতই তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পাঁচজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান।

নুসরাত

×