
দৈনিক জনকণ্ঠ
খাগড়াছড়ির দীঘিনালা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) গভীর রাতে ডিএমপি ঢাকা ভাটারা থানার পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসুন্ধরা এলাকা থেকে রাজনৈতিক মামলার এজাহার ভুক্ত আসামি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীকে গ্রেফতার করে ঢাকা ভাটারা থানা পুলিশ।
মাহমুদা বেগম লাকীকে আটকের বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, দীঘিনালা থানা ২নং মামলা তারিখ-২৩/০৮/২০২৪খ্রিঃ এর এজাহার ভুক্ত আসামিকে ঢাকা ভাটারা থানা পুলিশ বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করে দীঘিনালা থানায় হস্তান্তর করার পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
হ্যাপী