ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

একটি স্বাধীন ও শক্তিশালী কমিটি তদন্ত চালাচ্ছে: সাম্য হত্যা নিয়ে ঢাবি ভিসি

প্রকাশিত: ১৪:৪০, ১৮ মে ২০২৫; আপডেট: ১৪:৪১, ১৮ মে ২০২৫

একটি স্বাধীন ও শক্তিশালী কমিটি তদন্ত চালাচ্ছে: সাম্য হত্যা নিয়ে ঢাবি ভিসি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয়পূর্ণ তৎপরতা চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)। তিনি বলেন, “গতকাল ডিএমপির কমিশনার, ডিসি রমনা ও ফিল কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। পুলিশ তাদের নেওয়া পদক্ষেপগুলোর সারাংশ আমাদের সঙ্গে শেয়ার করেছে।”

 

 

তিনি জানান, রিমান্ড প্রক্রিয়া আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে এবং পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। “শিক্ষার্থীদের যেসব দাবি রয়েছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আজ সকালে আমি পেয়েছি। সেগুলো আবার পুলিশকে জানানো হবে।”

ভিসি বলেন, “এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা জাতির স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, আমাদের সবার স্বার্থে। আমরা আজ দুপুর ৩টায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিশেষ বৈঠকে বসব। আমাদের প্রক্টর, আইআর-এর পরিচালক ও শিক্ষার্থী প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন।”

 

 

তিনি দাবি করেন, প্রশাসন শুরু থেকেই পরিবার ও শিক্ষার্থীদের সঙ্গে আছে। “ঘটনার পরপরই আমরা হাসপাতালে উপস্থিত হয়েছিলাম। পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় তথ্য পুলিশকে সরবরাহ করেছি।”

ভিসি বলেন, “পুলিশ প্রাথমিক পদক্ষেপ হিসেবে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে। এখন রিমান্ডে নিয়ে তদন্তের গভীরে যাওয়া হবে।”

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন কলা অনুষদের ডিন এবং সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিনসহ অন্যরা। “এই কমিটি ইতোমধ্যে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শুরু করেছে।”

সাম্য হত্যাকাণ্ডের প্রেক্ষিতে গতকাল এফ রহমান হলে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় এবং শুক্রবার জুমার পর সিলেট ভবন মসজিদেও দোয়ার আয়োজন করা হয় বলে জানান ভিসি।

 

 

সারদা উদ্যান ইস্যুতে তিনি বলেন, “এটি সরাসরি আমাদের নিয়ন্ত্রণে না হলেও যেহেতু আমাদের সন্নিহিত, তাই আমরা দায়িত্ব নিচ্ছি। ১৬ মে একটি বিশেষ মিটিংয়ে সাউথ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ডিএমপির প্রতিনিধিরা অংশ নেন। এরপর দ্রুত প্রজ্ঞাপন জারি করে পার্শ্ববর্তী এলাকাগুলোতে রেইড শুরু হয়েছে।”

তিনি বলেন, “আমাদের প্রোক্টোরিয়াল টিমের মোট ১৭ জন সদস্য থাকলেও, স্বেচ্ছাসেবকসহ বর্তমানে প্রায় ৩০-৩৫ জন কাজ করছে। এই প্রক্রিয়া জনগণের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।”

 

 

তিনি সকল অংশীজন ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা রাজনৈতিক দলাদলির উর্ধ্বে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং ইনশাআল্লাহ সফল হব।”

আঁখি

×