
প্রতীকী ছবি
জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মিঠু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) বিকেল ৩ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোমরগ্রামের আলেক আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিক।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য লিটন হোসেন বলেন, আমি আমার দোকানে বসে ছিলাম, সে সময় আনুমানিক বিকেল তিনটার দিকে দুর্গাদহ বাজার থেকে ২শ গজ দক্ষিণ দিকে সামনে মসজিদের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো ওইসময় একটি মোটরসাইকেল বদরগাছীর দিকে যাওয়ার পথে ট্রাকের সাথে ধাক্কা লাগলে আঘাত পেয়েই ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক বলেন, বিষয়টি জানার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
নোভা