ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

পাটগ্রামে ভূট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

মাহফুজ রহমান, লালমনিরহাট

প্রকাশিত: ১৫:৫৫, ১৬ মে ২০২৫

পাটগ্রামে ভূট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে আব্দুল করিম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট রসুলপুর এলাকায় নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত কফিলুদ্দিনের ছেলে। স্থানীয় সফিরহাট বাজারে পান-সুপারির ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, সকালে তার জমিতে তার ছেলেসহ ভুট্টা ক্ষেতে কাজ করছিল। ওই সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় তার ছেলে  আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

রাজু

×