ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে  ধরা পড়া নীলগাইটি কক্সবাজারের চকরিরার ডুলহাজরা সাফারী পার্কে  

এ রহমান মুকুল, পঞ্চগড়

প্রকাশিত: ১৯:১৪, ১৪ মে ২০২৫

পঞ্চগড়ে  ধরা পড়া নীলগাইটি কক্সবাজারের চকরিরার ডুলহাজরা সাফারী পার্কে  

পঞ্চগড় সীমান্তে   গ্রামবাসীর হাতে ধরা পড়া  নীলগাইটিকে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে। আজ দুপুরে পঞ্চগড় বন বিভাগ কার্যালয় থেকে নীলগাইটিকে একটি কাঠের খাঁচায় ভরে ট্রাকে করে কক্সবাজারের চকরিয়ার উদ্দেশ্যে রওনা দেন বনকর্মীরা। 

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নীলগাইটিকে নিতে ডুলাহাজরা সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ স্কাউট মো. সাইফুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল পঞ্চগড় বন বিভাগ কার্যালয়ে আসে। সঙ্গে করে নিয়ে আসে ট্রাক ও কাঠের খাঁচা। চিকিৎসাধীন স্ত্রী নীলগাইটিকে কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে অন্তত ২১ দিন কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। 
গত রবিবার  দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকায় একটি ভুট্টাখেতে ছোটাছুটি করছিল নীলগাইটি। প্রথমে এটিকে কেউ হরিণ, আবার কেউ ঘোড়া ভেবে তাড়া করা শুরু করেন। ধীরে ধীরে উৎসুক লোকজন বাড়তে থাকলে শতাধিক মানুষ প্রাণীটির পেছনে ছুটতে থাকেন। বেশ কিছুক্ষণ তাড়া করে ধরে ফেলেন স্থানীয় মানুষেরা। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সেখানে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নীলগাই হিসেবে শনাক্ত করেন। পরে ভ্যানে করে নীলগাইটিকে বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসা হয়।

নীলগাইটি সীমান্ত পেরিয়ে ভারত থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে প্রাণীটি পা, মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।

নোভা

×