ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কালিগঞ্জে বিএনপির নবজাগরণ: সদস্য নবায়নে ঐক্যের আহ্বান

মো: আফজাল হোসেন,কালিগঞ্জ,সাতক্ষীরা

প্রকাশিত: ১৮:৩৯, ১৪ মে ২০২৫

কালিগঞ্জে বিএনপির নবজাগরণ: সদস্য নবায়নে ঐক্যের আহ্বান

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ১১টায়  কালিগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সদস্য নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের টিম প্রধান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব তাজকিন আহম্মেদ চিশতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু এবং সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বর্তমান বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, আবুল হাসান হাদী ও আক্তারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক জাসাস সভাপতি হাফিজুর রহমান বাবু এবং সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দলের ভেতরে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামনে যে কোনো আন্দোলন-সংগ্রামে দলকে শক্তিশালী করতে একযোগে কাজ করার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের সার্চ কমিটির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

আলীম

×