
ছবি: দৈনিক জনকণ্ঠ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম সমর্থিত বিএনপির পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা আওয়ামী দোসর পন্থি বিএনপির কমিটি বাতিলের দাবি করেছে।
৮ মে বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ মধ্য বাজারে এক সংবাদ সম্মেলনে ওই দাবি করেন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদারসহ পদ বঞ্চিত নেতা কর্মীরা। ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার, সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরল ইসলাম বাদশা ও সাবেক সহ সভাপতি রকিবুল হাসান বাবুল। বক্তারা ছাড়াও পদ বঞ্চিত সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম গ্রুপের বিপুল সংখ্যক বিএনপির সাবেক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার বলেন, জামালপুর-১ আসনে আওয়ামীলীগের দোসরদের বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের নেতৃত্বে কাজ করতে চায় বিএনপির নেতা কর্মীরা। তাই বর্তমান সুপার ফাইভ পকেট কমিটি বিলুপ্ত ঘোষণা করে আলোচনা সাপেক্ষে গ্রহণ যোগ্য একটি কমিটি করে বিএনপি পরিচালনার দাবি জানান।
আব্দুর রউফ তালুকদার আরও বলেন, আমাকে বহিষ্কার নিয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার কোন ত্রুটি না থাকায় কেন্দ্রীয় বিএনপি আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে। আমি বিএনপিতে এখনও সক্রিয় আছি। বিএনপিতেই থাকবো ইনশাআল্লাহ।
ফারুক