ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পূর্ব বিরোধের জেরে হোমনায় ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি।

প্রকাশিত: ২১:৫০, ৬ মে ২০২৫; আপডেট: ২১:৫০, ৬ মে ২০২৫

পূর্ব বিরোধের জেরে হোমনায় ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

কুমিল্লার হোমনায় উপজেলা ছাত্রদলের কর্মী মুন্সি পলাশকে পূর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। 

সোমবার (৫ মে) রাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের দক্ষিণ-পশ্চিম পাশের রাস্তার মাথায় পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা৷

ঘটনার পর তার শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করে৷

মুন্সি পলাশ ছয়ফুল্লাকান্দি গ্রামের মুন্সি বাড়ির মোঃ আব্দুল মতিন মুন্সির ছেলে৷ সে মুন্সির হাটের কনস্ট্রাকশন ব্যবসায়ী।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, সোমবার রাতে মুন্সি পলাশ নামের এক ছাত্রদল কর্মীকে একদল দুর্বৃত্ত জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হত্যা চেষ্টায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে৷ পরে এলাকাবাসীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে৷ আহত মুন্সি পলাশের পরিবার থানায় এখনো অভিযোগ করেনি৷ অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিফাত

×