
ছবি: জনকণ্ঠ
বরগুনার তালতলী উপজেলায় আজ অনুষ্ঠিত হলো “ইউনিয়ন পরিষদ বাজেট মনিটরিং ও ব্যয় ট্র্যাকিং (বিএমইটি) ওয়েব অ্যাপস” বিষয়ক আলোচনা কর্মশালা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
সোমবার (০৫ মে) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের পায়রা হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাইট টু গ্রো কর্মসূচির আওতায় আয়োজিত এ কর্মশালায় অংশ নেন স্থানীয় সরকার প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সদস্য, নারী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে সমন্বয় উন্নয়ন সংস্থা (এসডিএ), একশন অ্যাগেইনস্ট হাঙ্গার (এসিএফ), এবং ম্যাক্স ফাউন্ডেশন। অনুষ্ঠানে সফলভাবে অ্যাপস ব্যবহারকারী ইউনিয়ন পরিষদসমূহকে সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বক্তারা বলেন, বিএমআটি ওয়েব অ্যাপস ইউনিয়ন পরিষদের বাজেট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করবে। এই প্রযুক্তির মাধ্যমে জনগণের চাহিদা অনুযায়ী বাজেট পরিকল্পনা ও বাস্তবায়ন সহজ হবে বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তালতলীসহ বরগুনার অন্যান্য ইউনিয়নেও দ্রুত সম্প্রসারিত হবে এবং স্থানীয় শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক অংশগ্রহণ আরও জোরদার হবে।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব সফিকুল ইসলা, উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা,এইচ এল এফ পি আবদুল মান্নান ও রাইট টু গ্রো প্রকল্পের সমন্বয়কারী মনিরুজ্জামানসহ ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিব ও উদ্যোক্তারা।
খাইরুল/রবিউল