ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটে অবৈধভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ অভিযানে বাধা, হেনস্তার শিকার ইউএনও

জামাল বাদশা, লালমনিরহাট

প্রকাশিত: ১৭:৪০, ৩ মে ২০২৫; আপডেট: ১৭:৪০, ৩ মে ২০২৫

লালমনিরহাটে অবৈধভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ অভিযানে বাধা, হেনস্তার শিকার ইউএনও

ছবি: জনকণ্ঠ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভা এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান করতে গিয়ে হেনস্তার শিকার হন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান।

শনিবার (৩ মে) দুপুরে পৌরসভার পশ্চিম চুড়াঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। হেনস্তার শিকার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান লালমনিরহাট - বুড়িমারী মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কের দু'পাশের ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানের অংশ হিসেবে পৌরসভার পশ্চিম চৌরঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করার সময় কয়েকজন ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে ইউএনও জিল্লুর রহমান এর সাথে কথা কাটাকাটি শুরু করেন। ইউএনও ব্যবসায়ীদের শান্ত হতে বললে উল্টো দুই একজন ব্যবসায়ী ইউএনও জিল্লুর রহমানকে ধাক্কা দেয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা দিতে থাকে। পরে ওই স্থান থেকে সরে যায় প্রশাসন।

সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অভিযান পরিচলনার সময় কতিপয় ব্যবসায়ী চড়াও হয় ইউএনও এর উপর। এসময় একাধিকবার ব্যবসায়ীদের শান্ত করা চেষ্টা করলেও ব্যবসায়ীরা কথা শুনতে রাজি নয়। একপর্যায়ে এক ব্যবসায়ী ইউএনও পেটে ধাক্কা দেয়, এসময় আরো বেশ কয়েকজন ইউএনও এর সাথে মারমুখী আচরণ করে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, "অভিযান পরিচালনার অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসা বেশকিছু ব্যবসায়ী তাদের মালামালসহ সরে যায়। আর কয়েকজন অভিযানে বাধা প্রদানসহ মারমুখী আচরণ করে। পরে আমরা চলে আসি। অভিযানে বাধাপ্রদানের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।" এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি ইতোমধ‌্যে অবগত হয়েছেন। সরকারী কাজে বাধা দেয়ার কোনো সুযোগ নেই। অভিযানে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবীর

×