
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর উপস্থিতিতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার(৩ মে) সকালে চরভদ্রাসন উপজেলা অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রায় প্রতিদিনই নানাবিধ অনুষ্ঠান থাকে, কিন্তু আজকে এইরকম একটি অনুষ্ঠানে সংযুক্ত থাকতে পেরে আমি অভিভূত। আশা করি আগামীদিনে আমরা এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবো।
আয়োজন ও সার্বিক তত্বাবধান করেছেন আমাদের কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির। তাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রহিম কল্যাণ ট্রাস্টের পরিচালক মোস্তফা কবির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের নিজস্ব উদ্যোগে এবং উপজেলা ছাত্রদলের সহযোগিতায় চরভদ্রাসন উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১শ ৮৫ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
ফারুক