ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

প্রতিরোধেও থামছেই না আগ্রাসন, ফের দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ!

প্রকাশিত: ২২:৫৫, ২ মে ২০২৫

প্রতিরোধেও থামছেই না আগ্রাসন, ফের দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ!

ছবি: সংগৃহীত

দিনাজপুরে গ্রামবাসীদের সক্রিয় প্রতিরোধে নিজেদের নাগরিককে হারানোর অভিজ্ঞতা সত্ত্বেও শিক্ষা নেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফের লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে তারা। এদের মধ্যে একজন চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে পাটগ্রাম উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফের প্রায় ২৫ জন সদস্য সীমান্তের পাশে ঘোরাঘুরির সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়।

আটককৃতরা হলেন—পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন, যিনি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন, এবং তার মামা বগুড়ার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। স্থানীয়রা জানান, বিকেলে মামা-ভাগ্নে মিলে সীমান্ত এলাকার একটি চা বাগান দেখতে যান। এসময় পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে ঘোরাঘুরির সময় হঠাৎ করেই বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

ঘটনার পর পরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠকের উদ্যোগ নেয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে এবং আটক দুই বাংলাদেশিকে ফেরত আনতে রাতেই আলোচনা চলছে।

এর আগে একই দিন সকালে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে কৃষিকাজ করার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। তবে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলেন এবং পাল্টা পদক্ষেপ হিসেবে সীমান্তঘেঁষা ভারতীয় জমিতে থাকা দুই ভারতীয় কৃষককে আটক করেন। কারুলিয়াপাড়া গ্রামের মানুষ ভারতীয় নাগরিক অবিনাশ টুডু (২০) ও ফিলিপ সরেন (৩০)-কে ধরে এনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আটকে রাখেন। পরে ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহমানের মাধ্যমে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

দুপুরে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং দুই দেশের চার নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার গাজী মিজানুল হক জানান, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানে বিজিবি শুরু থেকেই সক্রিয় ছিল।

বারবার এমন ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, যুগ যুগ ধরে যেসব জমি ব্যবহার করে আসছেন, সেখানে বিএসএফের এমন আচরণ তারা আর মেনে নেবেন না। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটলে তারা সংগঠিতভাবে প্রতিবাদ জানাবেন বলেও হুঁশিয়ারি দেন।

এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে—সীমান্তে গ্রামবাসীদের সক্রিয়তা ও প্রতিবাদ সত্ত্বেও কেন থামছে না বিএসএফের আগ্রাসন?

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=rzeJf5iFbys

×