
ছবি: জনকণ্ঠ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় ২১ এপ্রিল (সোমবার) গভীর রাতে যৌথ বাহিনী যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় ঢাকাগামী দ্রুতগতির ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের (ময়মনসিংহ ব-১১-০১৫০) একটি বাসে তল্লাশি করে ব্যাগে থাকা মানুষের কঙ্কাল ও অবৈধ দেশীয় মদ জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সুতিয়াখালী গ্রামের, মৃত তোতার আলীর ছেলে মো. ফারুক হোসেন (৪৮), একই উপজেলার চরখালি বাড়ির মৃত ইদ্রিস আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫) এবং শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার খাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন (২৪)।
সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, ঘটনার সময় হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী (ভালুকা ক্যাম্প) চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি বাসে তল্লাশি চালায়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, “গত রাতে সিডস্টোর এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন বাসে তল্লাশি করে ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের (ময়মনসিংহ ব-১১-০১৫০) একটি ব্যাগে থাকা মানুষের কঙ্কাল ও অবৈধ দেশীয় মদসহ তিনজনকে আটক করা হয় এবং বাসটিও জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরে আটককৃত আসামিদের ভালুকা মডেল থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।”
কামরুল/ সুরাইয়া