ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নাম পরিবর্তন ও অফিস উদ্বোধন

প্রকাশিত: ১৮:৫২, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৫২, ১৮ এপ্রিল ২০২৫

রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নাম পরিবর্তন ও অফিস উদ্বোধন

ছবি: জনকণ্ঠ

রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নম্বর: ২২৮৪)-এর নাম পরিবর্তন করে “রাজবাড়ী জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ২২৮৪” করা হয়েছে। পাশাপাশি এ সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায়, রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. রমজান খান এবং সঞ্চালনা করেন সাবেক প্রচার সম্পাদক আব্দুস সালাম শেখ।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মো. গাজী আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, মো. এ মজিদ বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি মো. আ. গফুর মণ্ডল, সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

 

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তিরা বিভিন্নভাবে এটি ধ্বংসের চেষ্টা করেছেন, যার ফলে সাধারণ শ্রমিকরা সঠিক সেবা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সময়ের চাহিদা, রাজনৈতিক প্রেক্ষাপট ও শ্রমিকদের মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে নাম পরিবর্তনের অনুমোদন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

 

 

শহিদুল/ সুরাইয়া

×