ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সাঈদী হুজুর বলেছিলেন কুরআনের কথা বলতে পিছপা হবেনা: মুফতি হামজা

প্রকাশিত: ০১:৫৩, ৯ মার্চ ২০২৫; আপডেট: ০১:৫৪, ৯ মার্চ ২০২৫

সাঈদী হুজুর বলেছিলেন কুরআনের কথা বলতে পিছপা হবেনা: মুফতি হামজা

ছবি: সংগৃহীত

বিশিষ্ট মুফতি আমীর হামজা তার গুরু আল্লামা দেলওয়ার হোসেন সাইদীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছেন। মুফতি হামজা বলেন, "আমি একবার সাইদী হুজুরের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। সেই সময় তিনি আমাকে বলেন, 'আমি এখান থেকে বের হতে পারব কিনা জানি না, তবে তুমি যদি কখনো সুযোগ পাও, চট্টগ্রাম ও খুলনায় গিয়ে মানুষের কাছে কুরআনের কথা বলবে। তারা যেন কখনো কুরআনের কথা বলতে পিছপা না হয়।'"

মুফতি হামজা আরও বলেন, "হুজুর বলেছিলেন, 'আমি কখনো কুরআনের কথা বলতে পিছপা হইনি।' সাইদী হুজুরের এই বক্তব্য আমার মনে গভীরভাবে প্রভাব ফেলেছে।"

এছাড়া তিনি বর্তমান সময়ে দেশের মধ্যে দেশি-বিদেশী ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন, "এ মুহূর্তে দেশে যে ষড়যন্ত্র চলছে, তা রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া কোনো পথ নেই।"

সূত্র : https://www.facebook.com/share/v/151TQGEkd2/

আসিফ

×