ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বান্দরবানের রুমায় বাস চাপায় ছাত্র নিহত 

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান। 

প্রকাশিত: ২৩:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বান্দরবানের রুমায় বাস চাপায় ছাত্র নিহত 


বান্দরবানের রুমা উপজেলায় বাস চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সুগন্ধা বাস সার্ভিসের একটি বাস পুড়িয়ে দিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রুমা উপজেলা এলাকায় এঘটনা ঘটে। নিহত ছাত্র রেমাক্রি প্রাংসা ইউনিয়নে আনন্দপাড়ার বাসিন্দা রুদিয়া ত্রিপুরার ছেলে মথি ত্রিপুরা (৯) সে রুমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।


পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মথি ত্রিপুরা স্কুলে সামনে সড়কে হেটে যাওর সময় একটি যাত্রী বিহীন বাস পার্কিং করতে গিয়ে বাসের হেল্পার শিশু মথি ত্রিপুরাকে বিদ্যালের দেওয়ালের সঙ্গে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক বাসের হেল্পার সাইফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। 
এদিকে, স্কুল ছাত্র মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা সুগন্ধা বাস সার্ভিসের বাসটিকে পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, বাস চাপায় ছাত্র মৃত্যুর ঘটনায় সেনাবাহিনী'সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে উত্তেজিত জনতা সুগন্ধা বাস সার্ভিসের একটি বাস পুড়িয়ে দিয়েছে। বাসটির হেল্পারকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

 

আবদুর/সাজিদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার