ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৬ তরুণ-তরুণী

প্রকাশিত: ২১:০৭, ৫ ডিসেম্বর ২০২৪

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৬ তরুণ-তরুণী

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারে মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫৬ জন প্রার্থী।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে পুলিশ লাইন্স ড্রিল শেডে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

নির্বাচিত ৫৬ জনের মধ্যে উপজাতি কোটায় একজন এবং সাধারণ কোটায় ৫৫ জন প্রার্থী স্থান পেয়েছেন। এছাড়া, আরও ছয়জন প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

পুলিশ সুপার বলেন, "যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আশা করি, নির্বাচিতরা নিজেদের কর্মজীবনেও সেভাবেই সততা, নিরপেক্ষতা এবং দুর্নীতিমুক্ত পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদান করবেন।"

এ নিয়োগ প্রক্রিয়ার জন্য মৌলভীবাজার জেলার ১,৫০২ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন। শারীরিক সক্ষমতা যাচাইয়ের পর তিন ধাপে বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের জন্য ১,২১৯ জন প্রার্থী উপস্থিত হন। এরপর দ্বিতীয় ধাপে শারীরিক পরীক্ষার জন্য ৮২০ জন এবং তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৭৫ জন প্রার্থী। ২৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ৪৭৫ জনের মধ্যে ৯১ জন উত্তীর্ণ হয়ে ৪ ডিসেম্বর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এই নিয়োগে নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সঠিক প্রার্থীদের নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন নিয়োগ বোর্ডের সদস্যরা।

নুসরাত

×