ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিস ডুবে যাওয়ার ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে মৃত জাকির হোসেনকে।
মৃত জাকির হোসেন (৩২) কুমিল্লা জেলার দেবিদ্বারের সুবিল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৃত শহিদ মিয়ার তৃতীয় ছেলে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
পরিবার সদস্যরা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের পুকুরে গোসল করার কথা বলে বাসা থেকে বের হয় জাকির হোসেন। অনেক সময় পার হয়ে গেল ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। অনেকক্ষণ সন্ধান করার পর না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এরপর শুক্রবার বিকালে ফায়ার সার্ভিসের দুটি টিম বাড়ির পাশে একটি পুকুরে অনুসন্ধান চালায়। পরে আজ (৯ নভেম্বর) শনিবার সকালে পাশের আরেকটি পুকুরে খুঁজতে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, পরিবারের দেয়া তথ্য অনুযায়ী আমরা দুটি পুকুরে অনুসন্ধান চালাই। পরে শনিবার সকাল ১১টার দিকে জাকির হোসেনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।
তাজিন