ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

ছাত্র আন্দোলনে গুলি চালানো জহিরুল ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৫:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২৪

ছাত্র আন্দোলনে গুলি চালানো জহিরুল ৫ দিনের রিমান্ডে

দুই হাতে জোড়া পিস্তল নিয়ে গুলি চালায় জহিরুল ইসলাম রুবেল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজশাহীতে দুই হাতে জোড়া পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করা যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক এ রায় দেন।

এর আগে, সকালের দিকে জহিরুল ইসলাম রুবেলকে আদালতে তুলা হয়। এসময় ১০ দিনের রিমান্ড আবেদন করেন বোয়ালিয়া থানা-পুলিশ। পরে শুনানি শেষে আদালত তাকে ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি তিনি।

 

এম হাসান

×