ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

নরসিংদীতে হামলার ঘটনায় ১১ মামলা পুলিশের, আসামি ২ হাজার

প্রকাশিত: ১১:৪৮, ২৭ জুলাই ২০২৪

নরসিংদীতে হামলার ঘটনায় ১১ মামলা পুলিশের, আসামি ২ হাজার

হামলা। ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর, অস্ত্র লুট, সরকারি কাজে বাধা, পুলিশ হত্যা চেষ্টা, আগ্নেয়াস্ত্র ও বিষ্ফোরক বহনসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা করেছে পুলিশ। মামলায় প্রায় ২ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১৮ থেকে ২৬ জুলাই পর্যন্ত ১৮২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে শিক্ষার্থী রয়েছে কিনা সেটা নিশ্চিত করেননি তিনি।

অভিভাবক ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, গত এক সপ্তাহে ৩৪ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ১৯ জন মাদ্রাসা শিক্ষার্থী ও ১৫ জন বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

 এসআর

×