ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

তিস্তায় নৌকা ডুবি, নিখোঁজ ৬ শিশুর মরদেহ উদ্ধার 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১১:২১, ২০ জুন ২০২৪; আপডেট: ১১:৩০, ২০ জুন ২০২৪

তিস্তায় নৌকা ডুবি, নিখোঁজ ৬ শিশুর মরদেহ উদ্ধার 

তিস্তা নদীতে নৌকা ডুবি।

কুড়িগ্রামের উলিপুরে সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৬ জন। বুধবার (১৯ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত শিশুর নাম পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, পুরাতন বজরা ঘাট এলাকায় ফয়জার আলীর মেয়ে জামাইয়ের বাড়িতে বিয়ের পরবর্তী দাওয়াত খেতে যাওয়ার সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকায় ২৫ জন যাত্রী ছিলেন। ১৮ জন সাঁতরে তীরে উঠে এলো নিখোঁজ হন ৭ জন। 

উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্বাস উদ্দিন বিষয়টির নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে আছি। এখন পর্যন্ত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। 

এ বিষয়ে বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার বলেন, নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে সন্ধ্যা সাতটার দিকে। যতটুকু শুনেছি, তারা দাওয়াত খেতে যাচ্ছিলেন। তবে কতজন নিখোঁজ সেই তথ্য আমার জানা নাই। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা সাংবাদিকদের বলেন, নৌকা ডুবির ঘটনায় ঠিক কতজন নিখোঁজ তা বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা বলেছেন, পাঁচ থেকে আট জন নিখোঁজ থাকতে পারেন। 

জেলা প্রশাসক সাইদুল আরিফ বলেন, তীব্র স্রোতের কবলে পড়ে নৌকা ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত অভিযান চলবে। 
 

 এসআর

×