ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ২৬ মার্চ ২০২৪

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

মু্িক্তযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। 

বরিশাল
মঙ্গলবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

সেনবাগ 
নোয়াখালী থেকে জানান,  নোয়াখালীর সেনবাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে সেনবাগ উপজেলা প্রশাসন। 
মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে ও উপজেলা ইনস্ট্রাক্টর বলরাম পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-২ সেনবাগ- সোনইমুড়ী আংশিক আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুল ওহাব, ফারুক ভূঁইয়া, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক বাহার উল্লাহ বাহার, ভাইস চেয়ারম্যান গোলাম কবির, পৌরসভার মেয়র আবু নাছেল ভিপি দুলাল, থানার ওসি মো. নাজিম উদ্দিন।

শিবালয় 
মঙ্গলবার টেপড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে প্রশাসনের আয়োজনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমতলী
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসা. তামান্না আফরোজ মনি, ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু প্রমুখ। 

লালপুর 
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, লালপুর থানার ওসি নাছিম আহমেদ প্রমুখ।

রায়পুর
লক্ষ্মীপুরে রায়পুরে দুপুরে উপজেলা প্রশাসন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী ইসমাইল খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন প্রমুখ।

মাধবপুর 
 মাধবপুরে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক মুক্তিযোদ্ধা ও পরিবারকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, বীর মুক্তিযোদ্ধা এনাম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুস ছাত্তার বেগ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান প্রমুখ।

×