ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

স্বতন্ত্রের কাছে হেরে গেলেন ‘হেভিওয়েট’ অসীম কুমার উকিল

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৩:৩৬, ৮ জানুয়ারি ২০২৪

স্বতন্ত্রের কাছে হেরে গেলেন ‘হেভিওয়েট’ অসীম কুমার উকিল

অসীম কুমার উকিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ আসনে (কেন্দুয়া-আটপাড়া) স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন বর্তমান এমপি বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কাছে মাত্র ২ হাজার ২শ ৫৩ ভোটের ব্যবধানে পরাজিত হন এ হেভিওয়েট প্রার্থী। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু পেয়েছেন ৭৬ হাজার ৮শ ৩ ভোট। আর অসীম কুমার উকিল পান ৭৪ হাজার ৫শ ৫০ ভোট। টানা দ্বিতীয়বারের মতো নৌকার মনোনয়ন পেয়েছিলেন অসীম। এদিকে তৃতীয় অবস্থানে থাকা আরেক স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর কাদের কোরাইশীও আসনটির সাবেক এমপি। ঈগল প্রতীকে লড়ে তিনি পেয়েছেন মাত্র ৫ হাজার ৪শ ৬০ ভোট। 
অসীম কুমার উকিলের সমর্থকরা মনে করেন, দলীয় মনোনয়নের বাইরে নিজ দলের দুই স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাই অসীমের পরাজয়ের মূল কারণ। আরেকটি বড় কারণ হচ্ছেÑ বিএনপির ভোট ব্যাংক। নৌকার মনোনয়ন পাওয়ায় বিএনপির ভোটাররা অসীমকে কোনো ভোট দেননি। কিন্তু স্বতন্ত্র প্রার্থী পিন্টুকে ঠিকই সমর্থন এবং ভোট দিয়েছেন। বিএনপির কিছু নেতা গোপণে পিন্টুর পক্ষে কাজও করেছেন। সাম্প্রদায়িক ফ্যাক্টরও অসীমের জয়ের বিপরীতে কিছুটা বাধা ছিল।

এছাড়াও অসীমের পরাজয়ের আরও কিছু কারণ উল্লেখ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়কজন স্থানীয় আওয়ামী লীগ নেতা। তারা বলেন, ‘অসীম একজন বড় নেতা। প্রায় সময় এলাকায় আসেন। এলাকার উন্নয়নও করেছেন। কিন্তু সহজে তৃণমূলের মানুষের সঙ্গে মিশেন না। এটি ভোটাররা ভালোভাবে নেননি। তাছাড়া দিনেদিনে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়ার ওপর অতি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। ‘এক নেতা নির্ভর’ হওয়ায় দলের অনেক ত্যাগী নেতাকর্মী ওই বলয়ের অবমূল্যায়ণের শিকার হয়েছেন। এ কারণে তারা সরে গেছেন।’ 

তাসমিম

×