ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নাটোরে পলকের জন্য ভোট চাইলেন রাসিক মেয়র

নিজস্ব সংবাদদাতা, নাটোর

প্রকাশিত: ০০:১৪, ১ জানুয়ারি ২০২৪

নাটোরে পলকের জন্য ভোট চাইলেন রাসিক মেয়র

.

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের দিকে ভারত, চীন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়াসহ অনেক উন্নত দেশ তাকিয়ে আছে। আমাদের দেশের নির্বাচন হবে, এতে সবার ঘুম হারাম কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দৌড়াদৌড়িও দেখেছি। আমরা লক্ষ্য করেছি, দেশের মানুষের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে না পেরে বিদেশী পরাশক্তির মাধ্যমে বাংলাদেশের নির্বাচনকে বন্ধ করতে বা প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত। 
আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জুনাইদ আহমেদ পলককে বিজয়ী করার লক্ষ্যে সিংড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বিকেলে গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় নাটোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জুনাইদ আহমেদ পলক বলেন, এক সময় সিংড়া ছিল উন্নয়নবঞ্চিত, অন্ধকারচ্ছন্ন, সন্ত্রাসকবলিত একটা জনপদ। নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ শতভাগ বিদুৎ পেয়েছে, রাস্তা-ঘাট পেয়েছে। বিগত ১৫ বছরে যে উন্নয়ন আমরা উপহার দিয়েছি, গত ৫০ বছরেও এত উন্নয়ন কেউ দিতে পারেনি। সিংড়ার মানুষ উন্নয়নের পাশাপাশি সুশাসন পেয়েছে। 
উন্নয়ন চোখের সামনে দৃশ্যমান। উন্নয়ন দৃশ্যমান, এবার বাড়বে কর্মসংস্থান। আগামীর নান্দনিক ও স্মার্ট সিংড়া গড়তে নৌকা মার্কায় ভোট দিন। সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বাবু বিশ্বনাথ দাস কাশীনাথ, অ্যাডভোকেট জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, ইউপি পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

×