
প্রকৌশলী জহিরুল ইসলামের স্মরণ সভা
পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র মরহুম প্রকৌশলী জহিরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আয়োজনে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ শিশুকল্যান পরিষদ অডিটেরিয়ামে পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আহবায়ক প্রকৌশলী কামাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী নুরুল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক সাব্বির মাহমুদ, মোহসিন, মনিরুজ্জামান রাশেদ, রাজীব হাওলাদার, সাহিন হাওলাদার, আবদুল লতিফ, মানিক হাওলাদার, ইলিয়াস রাহাত, তরিকুল ইসলাম,মরহুমের ভাই মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে মরহুম প্রকৌশলী জহিরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এবি