ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গাজীপুরে বৈধ প্রার্থী ৪১

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ২২:১১, ৪ ডিসেম্বর ২০২৩

গাজীপুরে বৈধ প্রার্থী ৪১

দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা ঘোষণা করছেন জেলা প্রশাসক

জেলার ৫টি আসনের মধ্যে আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার ও সোমবার মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। এতে গাজীপুরের ৫ সংসদীয় আসনে মোট ৪১ জনের প্রার্থিতা বৈধ এবং ঋণখেলাপির কারণে ২ জনের ও পৌর কর খেলাপির কারণে ১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাসিকের একাংশ) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দীন, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া গাজীপুর-৫ (কালীগঞ্জ ও গাসিকের একাংশ) আসনে পৌর কর খেলাপি থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। তবে গাজীপুর-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দীনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাসিকের একাংশ) আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও বর্তমান এমপি), আওয়ামী লীগের  স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল (কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), আল আমিন (জাতীয় পার্টি), ফজলুর রহমান (ইসলামী ঐক্যজোট), তৃণমূল বিএনপির চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী (বিএনপি নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে), আব্দুল জব্বার সরকার (তৃণমূল বিএনপি), সফিকুল ইসলাম (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মানিক সরকার(জাকের পার্টি )।
গাজীপুর-২ (গাজীপুর সদর ও টঙ্গী) আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বর্তমান এমপি), আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সাইফুল ইসলাম (স্বতন্ত্র), জয়নাল আবেদিন (জাতীয় পার্টি), রিনা রহমান (জাকের পার্টি), কাজী হাসিবুর রহমান রাব্বী (ন্যাশনাল পিপলস পার্টি), সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার (বাংলাদেশ তরিকত ফেডারেশন), এস এম জাহাঙ্গীর আলম (বাংলাদেশ সুপ্রিম পার্টি), আমির হোসাইন (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), রেহানা আক্তার রিনা (বাংলাদেশ কংগ্রেস)
গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর থানার একাংশ) আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত অধ্যাপিকা রুমানা আলী টুসি (প্রয়াত রহমত আলীর মেয়ে), আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ (বর্তমান এমপি), আব্দুর রহমান (কৃষক-শ্রমিক-জনতা লীগ), জহিরুল হক ম-ল বাচ্চু (জাসদ-ইনু), আলাউদ্দিন (জাকের পার্টি), জয়নাল আবেদীন (বাংলাদেশ তরিকত ফেডারেশন), এফ এম সাইফুল ইসলাম (জাতীয় পার্টি), এ কে এম সাখাওয়াত হোসেন খান (স্বতন্ত্র)।

গাজীপুর-৪ (কাপাসিয়া) বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত দলের প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি (বর্তমান এমপি), জুয়েল কবির (জাকের পার্টি), সামসুল হক (স্বতন্ত্র), সামসুদ্দিন খান (জাতীয় পার্টি), মাসুদ চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), অ্যাডভোকট সারোয়ার-ই কায়নাত (বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট-বিএনএফ), আব্দুর রউফ খান (বাংলাদেশ কংগ্রেস পার্টি)। 
গাজীপুর-৫ (কালীগঞ্জ ও গাসিকের একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি (বর্তমান এমপি), আওয়ামী লীগের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি আখতার উজ্জামান, এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি), উর্মি (বাংলাদেশ সুপ্রিম পার্টি, তৃতীয় লিঙ্গ), সোহেল মিয়া (গণফোরাম), আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ (জাসদ), এ এন এম মনিরুজ্জামান (জাকের পার্টি)।

বগুড়ায় ২৯ জনের প্রার্থিতা বাতিল
স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে বগুড়ায় আরও ১৭ জনের মনোননয়নপত্র বাতিল হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে বগুড়ায় ২৯ জনের মনোনয়ন বাতিল হলো। এদের মধ্যে বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থী থাকলেও জাতীয় পার্টি, জাসদ, ন্যাশন্যাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি ও জাতীয় পার্টি (জেপি) প্রার্থী রয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি। জেলার ৭টি নির্বাচনী আসনে মোট ২০ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাইয়ে বাতিল হয়।
শেষ দিনে সোমবার বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলামের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই বাছাই শুরু হয়। এতে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ২ জন, বগুড়া-৬ সদর আসনে ৩ জন ও বগুড়া-৭ (গাবতলি- শাজাহানপুর) আসনে ১২ জনের প্রার্থিতা বাতিল হয়। প্রস্তাবক ও সমর্থনকারীর স্বাক্ষরে সমস্যা, ১ শতাংশ ভোটারের সমর্থনে গড়মিল, সম্পদ বিবরণী দাখিল না করাসহ বিভিন্ন ত্রুটি, ও খেলাপি ঋনের কারণে এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়। এর মধ্যে বগুড়া-৫ আসনে জাপার প্রার্থী রয়েছে। ব্যাংক ঋণ খেলাপির হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানা গেছে। বগুড়ার ৭টি আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ৮৯ জন। এর মধ্যে যাচাই বাছাইয়ে ২৯ জনের মনোনয়ন বাতিল হওয়ায় এখন প্রার্থী থাকলেন ৬০ জন।

নাটোরে বাতিল ১২
নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ চারটি আসনে ৪৩ প্রার্থীর মধ্যে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন ত্রুটি থাকায় বাতিল হয়েছে ১২ জনের। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঞা। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৪ জনের মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ও পাঁচজনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন-শহিদুল ইসলাম বকুল (নৌকা), আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), শামীম আহমেদ সাগর, কাজল রায়, ইব্রাহীম খলিল, জামাল উদ্দীন ফারুক, আনিসুর রহমান, আশিক হোসেন ও লিয়াকত আলী।

মনোনয়ন বাতিল হয়েছে-মোয়াজ্জেম হোসেন (জাসদ), হুমায়ুন কবির (আ.লীগ স্বতন্ত্র), এসকেন আলী (আওয়ামী লীগ স্বতন্ত্র), কর্নেল (অব) রমজান আলী (আওয়ামী লীগ স্বতন্ত্র) এবং সায়েদুল হক (স্বতন্ত্র)। নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে ছয়জনের মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ ও একজনের মনোনয়ন বাতিল হয়েছে। 
বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন-শফিকুল ইসলাম শিমুল (আওয়ামী লীগ), ড. নুরুন্নবী মৃধা (জাপা), বজলুর রশীদ (বাংলাদেশ কংগ্রেস), আহাদ আলী সরকার (আওয়ামী লীগ স্বতন্ত্র) ও শরিফুল ইসলাম (জাসদ)। 
মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী কোরবান আলীর। নাটোর-৩ (সিংড়া) আসনে ১২ জনের মধ্যে আটজনের মনোনয়ন বৈধ ও চারজনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন- জুনাইদ আহমেদ পলক (নৌকা), শফিকুল ইসলাম শফিক (স্বতন্ত্র), রাকিবা হক, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, আমিরুল ইসলাম, আলতাফ হোসেন ও মিজানুর রহমান। 
বাদ পড়েছেন-আনিসুর রহমান (জাপা), আব্দুল্লাহ আল মামুন (স্বতন্ত্র), রুস্তম আলী (সুপ্রিম পার্টি) ও শামসুল ইসলাম (স্বতন্ত্র)। নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ১১ জনের মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ও দুজনের মনোনয়ন বাতিল হয়েছে।

×