
রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গলার হার চুরি করার সময় রাবেয়া নামে এক চোর জনগণের হাতে আটক হয়। রাবেয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মন্টন গ্রামের মৃত শফিকের স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মন্টর গ্রামের ছবিলের ছেলে ওসমান গনির নেতৃত্বে তার স্ত্রী সুজনা, মাসুদের স্ত্রী তানিয়া মলকুসের মেয়ে ইয়াসমিন সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে চুরি করে আসছি।
তার ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মৃত ইয়াকুব আলীর স্ত্রী ফরিদা বেগমের গলা থেকে হার নিয়ে যায়। তিনি বুঝতে পেরে সাথে সাথে রাবেয়াকে ধরে ফেলে। কিন্তু কোনো কাজে আসে না বাকি সদস্যরা হার নিয়ে পালিয়ে যায়।
চিকিৎসা নিতে আসা জাঙ্গীর গ্রামের অলিউল্লা বলেন, ১০-১২ বছর ধরে চুরির ঘটনাগুলো ঘটছে। এখন এর মাত্রা তীব্র থেকে থেকে তীব্রতর হচ্ছে।
আবাসিক মেডিকেল অফিসার নাজমুল আহমেদ বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না। তিনি আরো বলেন প্রতিদিন চারশোর মত রোগী আসে চিকিৎসা নিতে, কে চোর কে ভালো চিনার উপায় নেই।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আইভি ফেরদৌস বলেন, হাসপাতালে নাজমুল আছে। সে বিষয়টি ভালোভাবে বলতে পারবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ জুবায়ের হোসেন বলেন, মামলা হলে প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, পুলিশের কাছে ইনফরম করেন, তার নামে রেগুলার মামলা হবে।
এস