বাসে আগুন
গাজীপুরে আবারও যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, জিরানিতে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাশিমপুর থানা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোনাবাড়ী জোনের এসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে কয়েকজন দুষ্কৃতকারী আগুন দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। তবে কে বা কারা আগুন দিয়েছেন তা জানা যায়নি। তবে এ ঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান এসি আসাদুজ্জামান।
এবি