ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

খুলনা-মোংলা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চালু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট 

প্রকাশিত: ২২:১১, ৩০ অক্টোবর ২০২৩

খুলনা-মোংলা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চালু

পরীক্ষামূলক ট্রেন

বহুল প্রত্যাশিত খুলনা-মোংলা রেলপথে সোমবার দুপুরে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। আগামী ১ নভেম্বর বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি এ রেলপথে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

ফলে মোংলা বন্দরে পণ্য পরিবহনে আরও গতিশীল হবে। প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান এই রেলপথ দিয়ে দ্রুত সময়ে কম খরচে সহজেই মোংলা বন্দরের পন্য পরিবহন করতে পারবে। যে সুবিধা পণ্যের ওপর যোগ হবে। জনগণ সুফল পাবে। সার্বিকভাবে জাতিয় অর্থনীতি সমৃদ্ধ হবে।

খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের প্রধান প্রকৌশলী আহমেদ হোসাইন মাসুম জানান, এ দিন দুপুরের পর ফুলতলা থেকে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে মোংলা বন্দরে পৌছায়। রেললাইনের কিছু ফিনিশিং কাজ প্রায় শেষ পর্যায়ে।’ এর আগে রবিবার মোটর ট্রলিতে মাইকিং করে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের বিষয়টি রেললাইনের দুই পাশের এলাকাবাসীকে অবহিত করা হয়। যাতে তারা সচেতন হতে পারে এবং দুর্ঘটনা না ঘটে বলে উল্লেখ করেন, প্রকল্পের সহকারী প্রকৌশলী রফিকুল হক।

সূত্রমতে, গত ১৪ অক্টোবর রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন সরেজমিন এ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন। ওই দিন তিনি জানিয়েছিলেন, ৯ নভেম্বর এ রেলপথের উদ্বোধন হবে। কিন্তু এদিন ভারতের প্রধানমন্ত্রী সময় দিতে না পারায় উদ্বোধনের তারিখ এগিয়ে আনা হয়েছে।

এ ব্যাপারে রেলওয়ের পশ্চিম জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, জনবল নিযুক্ত করা, কতটি ট্রেন চলবে, ট্রেনের সময়সূচি ও ভাড়া নির্ধারণসহ আনুষঙ্গিক বেশ কিছু কাজ বাকি রয়েছে। এগুলো সম্পন্ন করে বাণিজ্যিকভাবে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চালাতে দেড় মাস লাগতে পার।

খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ ২০১৬ সালের সেপ্টেম্বরে শুরু হয়। ৪ হাজার ২৬০ কোটি টাকা ব্যয়ে এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতীয় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টুবরো এবং ইরকন ইন্টারন্যাশনাল।  

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, খুলনা-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হলে মোংলা বন্দর আরও গতিশীল হবে।

বাগেরহাট চেম্বার অব কমার্সের পরিচালক শেখ লিয়াকত হোসেন লিটন ও খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল বলেন, খুলনা-মোংলা রেলপথ চালু হলে মোংলার সঙ্গে যাতায়াত সুবিধার পাশাপাশি এ বন্দর আরও গতিশীল হবে। কম খরচে দ্রুত পণ্য পরিবহন সহজ হবে।’ 

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ঘাটগম্বুজ ভ্রমনে পর্যটকরাও সুবিধা পাবেন বলে সুন্দরবন রিসোর্টের এমডি ডা: মোশারেফ হোসেন উল্লেখ করেন। 

এস

×