ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জ ও বগুড়ায় ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২৩

মুন্সীগঞ্জ ও বগুড়ায় ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি

মুন্সীগঞ্জ ও বগুড়ার বাজারগুলোতে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি করতে দেখা যায়

দেশের বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি শুরু হয়েছে। শনিবার মুন্সীগঞ্জ ও বগুড়ার বাজারগুলোতে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি করতে দেখা যায়। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এখন সরকারি দাম ৩৬ টাকায় বলে ডেকে ডেকে আলু বিক্রি হচ্ছে। অন্যদিকে বগুড়ায় সবজির অন্যতম বাজার রাজাবাজারে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি শুরু হয়েছে। ব্যবসায়ীরা প্রতি কেজি খুচরা আলু (এস্টেরিকস জাতের। স্থানীয়ভাবে এটি স্টিক হিসাবে পরিচিত) বিক্রি হচ্ছে ৩৬ টাকা দরে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। টঙ্গীবাড়ীর সোবহান কোল্ড স্টোরেজের শ্রমিকরা শনিবার জানান, এতদিন হিমাগারে রক্ষিত আলুর রশিদ বিক্রি হচ্ছিল বেশি। সকাল বিকেল দাম বাড়ে। রশিদ কিনলেই লাভ। আলু বের হতো কম। কিছু লোকের হাতে চলে যায় আলুর মালিকানা। নিয়ন্ত্রণ করার কেউ ছিল না তখন।

এদিকে বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে খুচরা ব্যবসায়ীরা এই আলু বিক্রি করছেন। শনিবার সকাল থেকে বগুড়ার রাজাবাজারে ব্যবসায়ীদের মাধ্যমে নির্ধারতি মূল্যে আলু বিক্রি শুরু হয়। রাজাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি পরিমাল প্রসাদ রাজ জানান, কোল্ড  স্টোরেজ মালিক সমিতি তাদের নির্ধারিত মূল্যে আলু সরবরাহ করায় তারা খুচরা পর্যায় আলু ৩৬ টাকা দরে বিক্রি করছেন। 
বরিশালের আড়তগুলো আলুশূন্য ॥ সরকারের বেঁধে দেওয়া দামে ব্যবসায়ীরা সম্মত না হওয়ায় গত দুইদিন থেকে বরিশালের আড়তগুলো আলুশূন্য হয়ে পড়েছে। আলু সরবারহকারী ব্যবসায়ীরা নগরীর ফরিয়া পট্টি থেকে চলে যাওয়ায় দুইদিনের ব্যবধানে আলু সংকট দেখা দিয়েছে। যার প্রভাব পরেছে বিভিন্ন খুচরা বাজারে। শনিবার সকালে নগরীর পাইকারী আলুর আড়ত ফরিয়া পট্টির আড়তদাররা জানিয়েছেন, সরকার আলুর দাম বেঁধে দেওয়ার পর কোল্ডস্টোরেজ মালিকরা বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে বিক্রির জন্য চাঁপ সৃষ্টি করেন। 

×