
বাগেরহাটের মোরেলগঞ্জে শেখ রাসেল শিশু পার্কে ঘোড়ার বিয়ে
মোরেলগঞ্জে পৌর শহরের প্রাণকেন্দ্রে শেখ রাসেল স্মৃতি শিশু পার্কে বহুল আলোচিত রাজা-রানী নামের ঘোড়ার বিয়েতে দুই শতাধিক বরযাত্রী আসেন। শিশু পার্কজুড়ে আনন্দের উৎসব। শনিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিক এ ঘোড়ার বিয়ের আয়োজন করেন পার্কে দেখভালের তত্ত্বাবধানকারী শিল্পী বাদশা মিয়া। অনুষ্ঠানে ছিল গায়ে হলুদসহ বিয়ের সব আনুষ্ঠানিকতা। সপ্তাহজুড়ে নিত্য সংগীত প্রতিযোগিতা, কাচ ভাঙার ওপর নিত্যসহ আয়োজনে রাখা হয়েছে বিভিন্ন সামগ্রী। সাজসজ্জায় শিশু পার্কটি এখন উৎসবমুখর। সকাল থেকেই শিশু শিক্ষার্থীসহ নারী-পুরুষ আসতে শুরু করেন মাঠে।
অনুষ্ঠান দেখতে আসা পানগুছি থিয়েটারের ব্যবস্থাপক মো. জহির বাচ্চু বলেন, বাঙালির কালচার ধরে রাখার জন্য এ ঘোড়ার বিয়ে বিয়ে নয়, বিয়ে তো মানুষের সঙ্গে হয়। এটি মাত্র উপলক্ষ বর্তমান সময়ে সাংস্কৃতিক অঙ্গন থেকে বিনোদন হারিয়ে যাচ্ছে। বিনোদন ধরে রাখার জন্য আজকের এ আয়োজন। এ সম্পর্কে শেখ রাসেল স্মৃতি শিশু পার্কের তত্ত্বাবধানকারী বাদশা মিয়া বলেন, রাজা-রানী এ ঘোড়া দুটিকে ৭ মাস ধরে লালন পালন করেছেন। আজ তাদের বিয়ে। বিয়ের বরযাত্রী হলো অনুষ্ঠানে আগত দশনার্থীরা। শিশু পার্কটিকে বিনোদনের প্রাণবন্ত করার জন্য নানা উৎসবের আয়োজন করা হয়েছে। শিশু পার্কটির শুরু থেকেই সার্বিক তত্ত্ব¡াবধনে পৌরসভার মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদারের সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে শেখ রাসেল স্মৃতি শিশু পার্ক।