ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে দুদিনের  বৃষ্টিতে ডুবে গেছে সড়ক

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী

প্রকাশিত: ২১:০৯, ২২ সেপ্টেম্বর ২০২৩

সৈয়দপুরে দুদিনের  বৃষ্টিতে ডুবে গেছে সড়ক

টানা বৃষ্টিপাতের কারনে শুক্রবার সৈয়দপুর শহরের সড়কগুলো তলিয়ে যায়

তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সৈয়দপুরের পাড়া-মহল্লার গলিপথসহ প্রধান সড়ক ও নিম্নাঞ্চল। এতে দুর্ভোগের পাশাপাশি শীতের আগাম সবজি নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হাকিম জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৫ মিলিমিটার ও শুক্রবার ৭৪ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এতেই শহরের প্রধান সড়ক ও পৌর ১৫ ওয়ার্ডের পাড়া-মহল্লার ড্রেন, গলিপথ, রাস্তাঘাট জলাবদ্ধ হয়েছে।

শহরের সব সড়কে বড় বড় খানাখন্দ আর টানা বৃষ্টির জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। চলাচল অযোগ্য সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন নাগরিকরা। টানা বৃষ্টিতে কষ্ট আরও বেড়ে গেছে। হাঁটুপানিতে রাস্তা তলিয়ে থাকায় যেমন হেঁটে চলা যাচ্ছে না, তেমনি যান বাহনে খানাখন্দে পড়ে দুর্ঘটনায় পতিত হতে হচ্ছে। এ অবস্থা বিরাজ করছে শহরের প্রাণকেন্দ্র শহীদ ডা. জিকরুল হক সড়ক, মদীনা মোড়, বঙ্গবন্ধু চত্বর, শহীদ তুলশীরাম সড়ক, শহীদ জহুরুল হক সড়ক, শহীদ সামসুল হক সড়ক, মাছ বাজার, শেরেবাংলা সড়ক।
উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, এই বৃষ্টি ধানখেতের জন্য উপকার। তবে শীতকালীন আগাম সবজির জন্য ক্ষতি। সবজি খেতে জলাবদ্ধ না হলে সমস্যা হবে না। তবে এমন আবহাওয়া কেটে গেলে স্বাভাবিক হবে চাষাবাদ।
 

×