ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রাহায়ণ ১৪৩০

চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো নতুন অতিথি জলহস্তী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০০:২১, ২২ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো নতুন অতিথি জলহস্তী

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি জলহস্তী

‘অদল-বদল’ প্রক্রিয়ার অংশ হিসেবে একজোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠিয়ে বিনিময়ে ঢাকার জাতীয় চিড়িয়াখানা থেকে জলহস্তী পেল চট্টগ্রাম চিড়িয়াখানা। বৃহস্পতিবার সকালে একটি জলহস্তী চট্টগ্রামে এসে পৌঁছেছে, যা পুরুষ। শীঘ্রই এসে পড়বে জোড়ার অপর জলহস্তীটি। 
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, চট্টগ্রামের জেলা প্রশাসকের উদ্যোগে প্রাণী বিনিময়ের আওতায় এখান থেকে একজোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। বিনিময়ে একজোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার সিদ্ধান্ত প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।  
বিনিময় প্রক্রিয়ার আওতায় একজোড়া বাঘ গত ১৯ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রথম ধাপে একজোড়া জলহস্তীর প্রথমটি পাওয়া গেছে। পুরুষ এ জলহস্তীর বয়স ১২ বছর। প্রথমবারের মতো চিড়িয়াখানায় সংযোজিত জলহস্তী চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে চট্টগ্রামবাসীর জন্য উপহার। অল্প কয়েক দিনের মধ্যে আরেকটি জলহস্তী আনা হবে। 
জেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে পরিচালিত জেলার একমাত্র বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনকেন্দ্র হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানা দেশজুড়ে আলোচিত। বিশেষ করে সাদা বাঘ ও রঙিন পাখি এবং ব্যাপক অবকাঠামোগত উন্নয়নে বেশ পরিপাটি এ চিড়িয়াখানাটি ১০ দশমিক দুই একর জমির ওপর প্রতিষ্ঠিত।  চিড়িয়াখানায় সাদা বাঘ ও জেব্রা, সিংহ, ভাল্লুক, চিত্রা হরিণ, সাম্বার ও মায়া হরিণ, উল্লুক, বানর, মেছো বিড়াল, চিতা বিড়াল, অজগর, উটপাখি, ইমু, গয়াল, কুমির, ময়ূর, বক, টিয়াসহ ৬৬ প্রজাতির প্রায় সাড়ে ৬শ’ পশুপাখি রয়েছে। 
২০১৮ সালে এ চিড়িয়াখানায় জন্ম নেওয়া প্রথম সাদা বাঘটি পর্যটকদের জন্য বিশেষ একটি আকর্ষণ। হাজার হাজার মানুষ এটি দেখতে চিড়িয়াখানায় আসে। এ চিড়িয়াখানায় গড়ে তোলা হয়েছে বাংলাদেশের প্রথম প্রাকৃতিক এভিয়ারি (পক্ষীশালা), যেখানে বিরল প্রজাতির ম্যাকাও পাখিসহ তিন শতাধিক পাখি রয়েছে।