চিলমারী উপজেলার চিলমারী-রৌমারী ঘাটে এসে পৌঁছেছে ফেরি ‘কুঞ্জলতা’
কুড়িগ্রামের চিলমারী উপজেলার মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর রমনা চিলমারী-রৌমারী নতুন মাত্রা যোগ হয়েছে ফেরি ‘কুঞ্জলতা’। কুঞ্জলতা নামে ফেরি রমনা ঘাটে পৌঁছার পর চিলমারী-রৌমারীবাসীর মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় এর উদ্বোধন করা হবে। ফেরিটি চালু হলে কুড়িগ্রামের সঙ্গে দূরত্ব কমবে রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ অনেক শহরের, কমবে বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ।