ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দেয়াল কেটে ৯০ ভরি স্বর্ণালংকার লুট

স্টাফ রিপোর্টার, বাগেরহাট 

প্রকাশিত: ১৭:৩৬, ২৬ আগস্ট ২০২৩

দেয়াল কেটে ৯০ ভরি স্বর্ণালংকার লুট

স্বর্ণালংকার লুট

বাগেরহাটে দেয়াল কেটে স্বর্ণের দোকান থেকে ৯০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে জেলা শহরের রেলরোডস্থ প্রবির কুমার সরকারের প্রনব জুয়েলার্সে এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোকানের পিছনে একটি প্রিন্টিং প্রেসের দরজার তালা ভেঙ্গে ভেতর থেকে দেয়াল কেটে জুয়েলার্স দোকানে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে দোকানে থাকা প্রায় ৯০ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছেন জুয়েলার্সের মালিক প্রবির কুমার সরকার।

তিনি বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে যাই। দোকানে কোনো কর্মচারী ছিল না। দোকানে সিসি ক্যামেরা ছিল, এর কয়েকটি ক্যামেরা নষ্ট ফেলে দুর্বৃত্তরা। শনিবার সকালে স্থানীয় বাড়ির এক লোক দোকানের পিছনে কাটা দেখে পাশের দোকানদারদের জানায়। তাদের মাধ্যমে খবর পেয়ে দোকানে এসে দেখি ৯০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

বাগেরহাট সদর থানার ওসি কেএম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত চলছে।

এদিকে, চিতলমারীর দুর্গাপুর গ্রামে শ্যামল সিংহের বাড়িতে শুক্রবার শেষ রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৯ হাজার টাকা লুটে নিয়েছে। জানালার গ্রীল ভেঙ্গে ঘরে দুর্বৃত্তরা প্রবেশ করে অস্ত্রের মুখে এ মালামাল লুটে নেয় বলে গৃহকর্তা জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এস

×