ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সেই ‘মনি-মুক্তা’ আজ ১৪ বছরে পা রাখছে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশিত: ২১:৪৩, ২১ আগস্ট ২০২৩

সেই ‘মনি-মুক্তা’ আজ ১৪ বছরে পা রাখছে

সাইকেল চালিয়ে স্কুলে যায় মনি-মুক্তা

আজ মঙ্গলবার। ২০০৯ সালের এই দিনে জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়ার শরৎ চন্দ্র পাল ও কৃষ্ণা রানী পাল দম্পতি পরিবারে জোড়া লাগা অবস্থায় জন্ম নেয় দুই কন্যা মনি ও মুক্তা। সেই জোড়া লাগা শিশু বাংলাদেশের চিকিৎসকদের চেষ্টায় আলাদা হয়েছে। আজ সেই মনি ও মুক্তা ১৪ বছরে পা দিচ্ছে। 
জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মনি-মুক্তা। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন তাদের। মনি ও মুক্তা জানান, দেশের চিকিৎসকের কারণে আজ আমরা সুস্থ আছি। যারা আমাদের চিকিৎসা প্রদান করেছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। মনি-মুক্তার বাবা জয় প্রকাশ পাল বলেন, মনি ও মুক্তা জন্মের পর এলাকার মানুষ আমাদের নানাভাবে অপমান করতে শুরু করল। এমন কোনো অপবাদ নেই যা আমার ও আমার পরিবারকে দেয়নি। মনি ও মুক্তাকে নিয়ে আমরা চরম হতাশার মধ্যে পড়েছিলাম।

কিন্তু বাংলাদেশের চিকিৎসকরা সেই হতাশা থেকে আমার পরিবারকে বের করে আনে। আমাদের মনি ও মুক্তা এখন অনেক বড় হয়ে গেছে। দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘মনি ও মুক্তা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা লেখাপড়ায় খুবই মনোযোগী। কিছুদিন আগে তাদের যাতায়াতের জন্য দুজনকে দুটি বাইসাইকেল প্রদান করেছি। এ ছাড়াও তাদের লেখাপড়ার জন্য আমি আর্থিক সহযোগিতা প্রদান করেছি। ভবিষ্যতে তাদের লেখাপড়ার ব্যাপারে আমি সহযোগিতা করে যাব।’

×