ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রণদা প্রসাদ সাহার বাড়িতে বৃটিশ হাইকমিশনার

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল 

প্রকাশিত: ১৪:১৮, ১২ আগস্ট ২০২৩; আপডেট: ১৪:২৬, ১২ আগস্ট ২০২৩

রণদা প্রসাদ সাহার বাড়িতে বৃটিশ হাইকমিশনার

রণদা প্রসাদ সাহার পৈত্রিক বাড়ি যেতে লৌহজং নদী পার হচ্ছেন হাইকমিশনার-সহ অন্যরা

বৃটিশ হাইকমিশনার সারা কুক মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স ও দানবীর রণদা প্রসাদ সাহার পৈত্রিক বাড়ি পরিদর্শন করেছেন। শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় সড়ক পথে তিনি কুমুদিনী হাসপাতাল গেটে আসলে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাকে স্বাগত জানান। 

এ সময়  কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক সম্পা সাহা, মহাবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় উপস্থিত ছিলেন। 

ভারতশ্বরী মেয়েদের ডিসপ্লে উপভোগ সারা কুক-সহ অন্যদের। ছবি: জনকণ্ঠ

বৃটিশ হাইকমিশনার মিসেস সারা কুক কুমুদিনী হাসপাতাল লাইব্রেরীতে চা চক্র শেষে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। পরে ডিঙ্গি বজরা যোগে হোমস সংলগ্ন লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার পৈত্রিক বাড়ি পরিদর্শনে যান। এছাড়া তিনি কুমুদিনীর চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে কুমুদিনী হাসপাতাল ও উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেন। 

সকাল সাড়ে ১০টার দিকে কুমুদিনী লাইব্রেরীর সামনে স্থানীয় সাংবাদিকরা প্রশ্ন করলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, কুমুদিনীর শিক্ষা ও চিকিৎসা সেবা কার্যক্রম সম্পর্কে আমাদের ভাল ধারণা আছে। কুমুদিনীর স্বাস্থ্য, শিক্ষা ও কারিগরী শিক্ষা বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য কাজে আসবে। 

এ বিষয়ে সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন তিনি। 

×