
পুলিশ
পটুয়াখালীর বাউফলের প্রেসক্লাবের সামনে সড়কে তৌহিদুল ইসলাম (৩৮) নামের এক পুলিশ কনেস্টবল ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তার বাম হাতটি কনুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে হাতের হাড্ডিগুলো গুড়ো হয়ে গেছে।
বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল হাসান জানান, ওই পুলিশ কনেস্টবলের বাম হাতের অবস্থা খুবই খারাপ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক জানান, অভিযুক্ত ট্রাক চালক তরিকুলকে (৩৫) আটক করা হয়েছে। তরিকুলের বাড়ি ঢাকার ঘাটাইল উপজেলার বীরচারি গ্রামে। ট্রাকটি কালাইয়া বন্দর থেকে মাল পরিবহন করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটিও আটক করা হয়েছে।
এম হাসান