ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বিদেশি বউ দেখতে উৎসুক জনতার ভিড়

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ১২:৩৫, ৮ জুলাই ২০২৩

বিদেশি বউ দেখতে উৎসুক জনতার ভিড়

জাফর–ফাজিরা দম্পতি। ছবি: সংগৃহীত

জাফর মাতুব্বর (৩৫) জীবিকার তাগিদে গেছেন মালয়েশিয়ায়। সেখানে ১৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। এক সময় পরিচয় হয় মালয়েশিয়ার তরুণী আজি ফাজিরা বিনতে আবদুল আজিজের (২৫) সঙ্গে। পরিচয় থেকে প্রেম, বিয়ে। দুই পরিবারের সম্মতিতে ২০১৯ সালে তাদের বিয়ে হয় মালয়েশিয়ায়। বিয়ের পর এই প্রথম ফাজিরা ফরিদপুরের ভাঙ্গায় শ্বশুরবাড়িতে এসেছেন। তাকে দেখতে উৎসুক জনতার ভিড় লেগেই থাকে।

জাফর বাড়িতে এসেছেন প্রায় পাঁচ মাস আগে। ফাজিরা গেল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে জাফর ভাঙ্গায় নিজের বাড়িতে যান। আগামী ১৫-২০ দিনের মধ্যে স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় ফিরে যাওয়ার কথা জাফরের।

জাফর মাতুব্বর ভাঙ্গা উপজেলার কররা গ্রামের মৃত আবুল কাসেম মাতুব্বরের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে জাফর মেজো। 

জাফর মাতুব্বর বলেন, আমি মালয়েশিয়ায় ব্যবসা করার সময় ফাজিরার সঙ্গে পরিচয় হয়। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমি বাড়ি আসার পর আমার টানে সে বাংলাদেশে চলে আসে। সে নিজেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে এসেছে। এতে আমার পরিবারের সবাই খুশি। আবার আমরা এক সঙ্গে মালয়েশিয়ায় যাব।

আজি ফাজিরা বলেন, বাংলাদেশ তার ভালো লেগেছে। জাফরকে পেয়ে তিনি খুশি। শ্বশুরবাড়ির লোকজনও অনেক ভালো। আমি আসার পর জাফরের পরিবারের সবাই আমাকে খুবই ভালোবাসছে। পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছে।

জাফরের বিদেশি বউ দেশে আসার খবরে মানুষের আগ্রহের শেষ নেই। সবাই আসছেন বউকে দেখতে।

এসআর

×