ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১:২৩, ৪ জুন ২০২৩

‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা শেষে বের হয়ে আসছে

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। খবর সংবাদদাতা ও বিজ্ঞপ্তির।
নোবিপ্রবি ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘এ’ ইউনিটের ৪ হাজার ৩১৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪ হাজার ৩৯ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিভিন্ন হলসমূহ ঘুরে দেখেন।
মাভাবিপ্রবি ॥ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের ৫টি কেন্দ্রে সর্বমোট ৪ হাজার ১৪৪ পরীক্ষার্থীর অংশগ্রহণ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এআরএম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

×