ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টেকনাফে ৯ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ৫

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২০:০৪, ৩০ মে ২০২৩

টেকনাফে ৯ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ৫

ইয়াবা জব্দ

টেকনাফে পৃথক অভিযানে ৯ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) ভোরে উপজেলার হ্নীলা ওয়াব্রাং সুশীল পাড়া এলাকায় এমরান ওরফে লাদেন (২৮) নামে একজনকে আটক করে র‌্যাব।

একইদিনে উপজেলার জালিয়াপাড়া থেকে পৃথক অভিযানে তিন জনকে ৩ লাখ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের মধ্যে একজন মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে ২২ বছর ধরে পলাতক ছিলেন। 

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ কক্সবাজার এর অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন এসব তথ্য জানান।
 
আটককৃতরা হলেন- জাদির পাড়ার এমরান ওরফে লাদেন এবং পার্শ্ববর্তী ফুলের ডেইল গ্রামের মো. ফয়সাল, জালিয়াপাড়ার আব্দুস শুক্কুরের ছেলে আলমগীর হোসেন, একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর ও আব্দুস শুক্কুরের স্ত্রী সোনা মেহের। 

র‌্যাব জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালিয়াপাড়া এলাকায়  অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওয়াব্রাং সুশীল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ পিস ইয়াবাসহ লাদেন ও তার সহযোগীকে আটক করা হয়।

এমএইচ

×