ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কাপ্তাইয়ে বিরল প্রজাতির বানর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ২১:৪১, ২৮ মে ২০২৩

কাপ্তাইয়ে বিরল প্রজাতির বানর উদ্ধার

বিরল প্রজাতির বানর

রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাজস্থলী রেঞ্জ থেকে বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর উদ্ধার করে বনবিভাগের কর্মীরা। 

রবিবার (২৮ মে) সন্ধায় ৬টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে বানরটিকে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই পাল্পউড বনবিভাগের রাজস্থলী রেঞ্জের কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে  গহীন অরণ্য থেকে বানরটি উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়,ওইদিন রাতে এক পাচারকারি লজ্জাবতী বানরটি পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। এমতাবস্থায় সংবাদ পেয়ে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী বানরটি ফেলে পালিয়ে যায়। ওইসময় বনবিভাগের সদস্যরা বানরটিকে উদ্ধার করে।

এরপর রাঙ্গামাটি সার্কেল এর বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পাল্পউড বাগান বিভাগ কাপ্তাই এর ডিএফও মোঃ নুরল ইসলাম, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার উপস্থিতিতে  রবিবার সন্ধ্যায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয়েছে। 

 

এমএস

×