ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ছেলেকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, বাবা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ 

প্রকাশিত: ১৮:০৫, ২৮ মে ২০২৩; আপডেট: ১১:১৭, ২৯ মে ২০২৩

ছেলেকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, বাবা গ্রেফতার

পুলিশের হাতে বাবা গ্রেফতার

কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ছেলে রাব্বি মিয়াকে (২২) ছুরিকাঘাতে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় বাবা দানেশ মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার সকালে সদর উপজেলার কোর্ট শোলাকিয়ায় বসতঘরে এ ঘটনাটি ঘটে। 

অভিযুক্ত দানেশ মিয়া ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি সদরের বৌলাই পাটধা কুঁড়েরপাড়। গুরুতর আহত ছেলে রাব্বিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, দানেশ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একপর্যায়ে তিনি নিজেও মাদকাসক্ত হয়ে পড়েন এবং একাধিক বিয়েও করেন। ৭ মাস আগে তার ছেলে রাব্বি বিয়ে করে। পুত্রবধূকে একাধিকবার ধর্ষণচেষ্টা করেন দানেশ মিয়া। 

এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতি হয়েছে। লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে রাব্বি মিয়া। সম্প্রতি মাদকের টাকার জন্য বাবা ছেলে রাব্বিকে চাপ দিতে থাকে। এ নিয়ে রবিবার সকালে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের গলায় বাবা চাকু দিয়ে ছুরিকাঘাতের চেষ্টা করলে দৌঁড়ে পালাতে চাইলে পিঠে আঘাত করেন। এরপর স্থানীয়রা রাব্বিকে উদ্ধার ও দানেশকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা দানেশ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×