ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

দাউদকান্দিতে যুবলীগ নেতা হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা,কুমিল্লা ও দাউদকান্দি

প্রকাশিত: ১৩:১৬, ৩ মে ২০২৩

দাউদকান্দিতে যুবলীগ নেতা হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

নিহত যুবলীগ নেতা জামাল হোসেন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারের ঈদগাঁ এলাকায় বোরকাপরা দুর্বৃত্তদের গুলিতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জামাল হোসেন (৪০) কে হত্যার দুদিন পর মামলা দায়ের করা হয়েছে। এতে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮ জনসহ ১৭ জনকে আসামি করা হয়। 

গত মঙ্গলবার  (২ মে) রাত সাড়ে ১১টায় নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় এ মামলা দায়ের করেন। 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেন। 

ওসি মুহাম্মদ আলমগীর ভূঁঞা আরো জানায়, নিহত যুবলীগ নেতা জামাল হোসেনের স্ত্রী পপি আক্তার রাত সাড়ে ১১টায় থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। মামলার তদন্তের স্বার্থে আসামীদের নাম উল্লেখ করা সম্ভব হয়নি৷ এদিকে আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। দ্রুত আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য,গত রবিবার (৩০ এপ্রিল) রাত ৮টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় বোরকা পড়া দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নিহত হন। সে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এবং একই উপজেলার জিয়ারকান্দি(নোয়াগাঁও) গ্রামের ফজলুল হকের ছেলে।

টিএস

×