
ফাইল ছবি।
বান্দরবানের রুমা উপজেলায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এই ঘটনায় কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম বমরাম চান। তিনি রুমার পাইক্ষ্যং পাড়ার বাসিন্দা লাল জোতলাং বমের ছেলে।
বুধবার (২৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, মুয়ালপি পাড়ায় গোলাগুলির ঘটনায় কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানতে পারিনি। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় খবর পেতে দেরি হচ্ছে।
এমএম