ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে তারের জঞ্জাল

​​​​​​​স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২১:৩৮, ৩১ মার্চ ২০২৩

রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে  তারের জঞ্জাল

.

রাজশাহী নগর পাল্টে গেছে উন্নয়নে। বেড়েছে নগর সৌন্দর্য। তবে নগরীর সৌন্দর্য ম্লান করে দিচ্ছে বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে তারের জঞ্জাল। বিদ্যুতের খুঁটিতে একাধারে ইন্টারনেট, ডিশলাইন, ব্রডব্যান্ড লাইন ল্যান্ডফোনলাইনসহ বিভিন্ন লাইনের সংযোগের কারণে তারের কু-লি সবখানে।  নগর জুড়েই একই অবস্থা। এতে ঝুঁকিও যেমন রয়েছে, তেমনি নগর সৌন্দর্যও ম্লান করছে এসব তারের জঞ্জাল। রাজশাহী নগরীর সাহেববাজার, জিরোপয়েন্ট, আলুপট্টি মোড়, রানীবাজার, লক্ষ্মীপুর মোড়, কোর্ট চত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকার মোড়গুলোর প্রতিটি বিদ্যুৎ ল্যান্ডফোন লাইনের খুঁটিই তারের জটলায় পরিপূর্ণ। এই তারগুলোর বড় অংশ ডিস লাইন ইন্টারনেটের।

সংশ্লিষ্ট বলছে, বিদ্যুতের খুঁটি ব্যবহার করে ডিশের তারের জটলা সবচেয়ে বেশি। পাশাপাশি ইন্টারনেট টেলিপেফানের লাইনও  রয়েছে এসব এসব খুঁটিতে।  প্রধান সড়ক কিংবা অলিগলি সব জায়গাতে তারের জটলা চোখে পড়ে। আবার ডিশ লাইনের বক্সের ভেতরে দেখা যায় পাখির বাসা। এসব বাসাতে প্রায় শর্ট সার্কিটে আগুন লাগে। দীর্ঘদিন ধরে এমন তারের জঞ্জাল থাকলেও সংশ্লিষ্ট কর্তুপক্ষের কোনো নজর নেই। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো বলছে, ‘বিষয়গুলো সিটি করপোরেশনে জানানো হয়েছে। নেসকোর দাবি মাঝে মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ডিশ লাইনের তার ঝুলে থাকার কারণে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটে। নাম প্রকাশ না করার শর্তে নেসকোর এক প্রকৌশলী জানান, বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ডিশ লাইনের সংযোগ দেওয়া সম্পূর্ণ অবৈধ। কারণ খুঁটির সঙ্গে সরকারি বিদ্যুতের তার ছাড়া অন্য কোনো তারের সংযোগ দেয়া যাবে না। যারা ডিশ লাইনের ব্যবসা করছেন তারা নিজের ইচ্ছাতে বিদ্যুতের খুঁটি ব্যবহার করে ডিশ লাইনের সংযোগ দিচ্ছেন। ডিশ সংযোগকারীদের নিষেধ করা হলেও তারা কোনো তোয়াক্কা করে না। নেসকো জানায়, তারগুলোর কারণে মাঝে মধ্যেই শর্টসার্কিট হচ্ছে। অনেক সময় ট্রান্সফরমারের সঙ্গে লেগে ট্রান্সফরমারে আগুন ধরছে, সেটি আশপাশের বাড়ি বা দোকানে ছড়িয়ে পড়ছে। নগরবাসী বলছেন, পরিস্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী দেশসেরা। অথচ পরিচ্ছন্ন শহরের সৌন্দর্যহানি হচ্ছে তারের জঞ্জালের কারণে। জঞ্জালমুক্ত নগরী গড়তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজশাহী সিটি করপোরেশন সূত্র জানায়, ইন্টারনেট স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের জঞ্জালে সরাতে বার বার তাগিদা দেওয়া হয়। এর পরও তারের জঞ্জাল সরানো যাচ্ছে না।

×