ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুলিয়ারচরে বেহাল সড়কে চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ২১:৩৪, ২৪ মার্চ ২০২৩

কুলিয়ারচরে বেহাল সড়কে চরম দুর্ভোগ

কুলিয়ারচরে দীর্ঘদিন রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকায় মানুষের দুর্ভোগ

কুলিয়ারচরে রাস্তা ভেঙে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে করে সাধারণ মানুষ যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। বর্তমানে রাস্তার বেহাল দুর্দশায় কোমলমতি স্কুল শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়খারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে দক্ষিণ দিকে  গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া রাস্তা ভেঙে বেহাল অবস্থায় আছে। রাস্তার বিভিন্ন ভাঙা অংশে পানি জমে পুকুরের ন্যায় হয়ে গেছে। বড়খারচর পশ্চিমপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার একমাত্র এই রাস্তাটি সংস্কারে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। এতে স্কুলগামী শিশু শিক্ষার্থীদের চলাচলে বিঘ্নি হচ্ছে।

বর্তমানে রাস্তার ভাঙনে পড়ে কোমলমতি শিশুরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। শিক্ষার্থীদের বেশ কয়েকজন অভিভাবক জানান, বাচ্চাদের স্কুলে নিয়মিত যাতায়াতের সুবিধার্থে এই রাস্তাটা সংস্কার করা অতিব জরুরি। বিষয়ে পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন গণমাধ্যমে বলেন, রাস্তার টাকা এসেছে আরও তিন বছর আগেই অথচ এই কাজটা করছে না ঠিকাদার বদিউল আলম। শুধু এটা নয়, আমার আসার আগে পৌরসভার সকল কাজের ঠিকাদার বদিউল। তিনি সব কাজই অবস্থায় রেখেছেন। ব্যাপারে ঠিকাদার বদিউল আলম জানান, আগের কাজের বিল পাইনি এখনো। জন্য রাস্তাটি করতে বিলম্ব হচ্ছে।

×