ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রমজান উপলক্ষে টাঙ্গাইলে বাজার মনিটরিং

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল 

প্রকাশিত: ১৬:৪১, ২৩ মার্চ ২০২৩

রমজান উপলক্ষে টাঙ্গাইলে বাজার মনিটরিং

প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের নেতৃত্বে শহরের পার্ক বাজার, সিটি বাজার ও ছয়আনী বাজারের ব্যবসায়ীদের সতর্ক করতে মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সিন্ডিকেট কিংবা মজুদ করে মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকতে সতর্ক করার পাশাপাশি মূল্যের তালিকা প্রদর্শন নিশ্চিতে গুরুত্ব আরোপ করা হয়। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারেন সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বাজারের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও অতিরিক্ত মুনাফা লাভ করে জনজীবনকে দুর্বিষহ না করতে সকলকে আহবান জানান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরসহ ব্যবসায়ী ঐক্যজোট, বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এসআর

সম্পর্কিত বিষয়:

×