
মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত।
রাজনীতির মাঠে আবারও সরব হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
বৃহস্পতিবার (২ মার্চ) ‘জনতার মুখোমুখি জনতার সেবক’জবাবদিহিতা মূলক কর্মসূচি নিয়ে এলাকাবাসীর মুখোমুখি হন তিনি।
লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় এ আয়োজনকে ঘিরে উচ্ছ্বাসে মাতে এলাকাবাসী। তার ব্যতিক্রমী এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা।
অনুষ্ঠানে মাশরাফী দাবি করেন, চাইলেই যা খুশি তাই করা যায় না, একজন এমপিও আইনের বাইরে নয়। আমরা যাই করি না কেন, সেটা আইনানুগভাবেই করতে হবে।
উপস্থিত জনতার নানান প্রশ্ন, প্রস্তাবনা, দাবি-দাওয়ার উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে আগতরা তাদের এলাকার নানান সমস্যা তুলে ধরেন মাশরাফীর কাছে। এ সময় রাস্তাঘাট ব্রিজ, খেলার মাঠ, গ্রামীণ অবকাঠামো, মাদক, জনপ্রতিনিধিদের দুর্নীতিসহ আর্থসামাজিক অবস্থার উন্নয়নের নানান দাবি উঠে আসে। মাশরাফী সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ডায়েরিতে লিপিবদ্ধ করেন। সবশেষে জনতার মাঝ থেকে উঠে আসা প্রতিটি সমস্যা সম্পর্কে কথা বলেন মাশরাফী, ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এমএম